টাঙ্গাইল প্রতিনিধি
দেশের বৃহত্তর ইলেকট্রনিক কোম্পানি ওয়ালটনের টাঙ্গাইল ডিভিশন ৩ এর সাথে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় অবস্থিত সরকার হসপিটালের সাথে সুরক্ষা চুক্তি সম্পূর্ণ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সরকার হসপিটাল ভবনে এ চুক্তি সম্পূর্ণ হয়।
এসময় চুক্তি পত্রে সাইন করে সরকার হসপিটালের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাঙ্গাইল ওয়ালটন প্লাজার সি এড এক্সিকিউটিভ ম্যানেজার জহিরুল ইসলাম খান।
এসময় সরকার হসপিটালের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ওয়ালটনের শো রুমের ক্রেতা ও যারা ওয়ালটনের কর্মী রয়েছে তাদের জন্য আমরা যথাযথ সেবা প্রদান করার চেষ্টা করবো। তাদের জন্য যে কোন টেষ্টে ৪০% ছাড়, হরমোন জনিত সকল টেস্টে ৩০% ছাড়, যে কোন অপারেশন এর উপর ১৫% ছাড় ও ভর্তি রোগীদের সকল খরচের উপর ১৫% ছাড় দেওয়া হবে। এছাড়া আমরা সরকার হসপিটাল সর্বোচ্চ সেবা প্রদান করার সর্বদা চেষ্টা করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন সরকার হসপিটালের পরিচালক রাহিদ রানা, ওয়ালটন এরিয়া এসি ম্যানেজার মোহাম্মদ সোহরাওয়ার্দী ।