নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে এই প্রথম সর্বোচ্চ দর্শক সমাগমের মধ্যে দিয়ে শেষ হয়েছে কালিহাতী সূচনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সকল বাধা-বিপত্তিকে পাশকাটিয়ে গতকাল ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে কালিহাতী আর এস পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার মধ্যদিয়ে সমাপ্ত ঘটে। বলতে গেলে যা উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে।
এই ফুটবল খেলার ঝড় শুধু কালিহাতীতে নয়, পুরো টাঙ্গাইলের ফুটবল প্রেমীসহ সাধারণ মানুষদের মন একেবারে ওলটপালট করে গেছে। এক পলকেই খেলার মাঠে সর্বোচ্চ দর্শক সমাগম হওয়ায় কালিহাতী উপজেলার ফুটবল প্রেমীসহ সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সূচনা ফুটবল টুর্নামেন্ট। উপসংহার যাইহোক, সূচনা কালিহাতীর প্রারম্ভিক দেখেই উপজেলার মানুষদের মধ্যে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে সূচনা কালিহাতীর আদ্যপান্ত।
প্রায় এক মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে কালিহাতীর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। শুরু থেকেই এই ফুপবল খেলা নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নানা উৎকন্ঠাকে উড়িয়ে দিয়ে এই সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টউদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল। প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে কালিহাতীর ক্রীড়াঙ্গন, সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন অন্তত ২০ বছর যাবত।
১৩ সেপ্টেম্বর কালিহাতী আরএস পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্মরণকালের সর্বোচ্চ দর্শক সমাগম লক্ষ্য করা যায়। মাঠের চারপাশে, পাশের স্কুলের বারান্দা ও ছাদে, এমনকি আশপাশের গাছের ডালেও দাঁড়িয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
মাসব্যাপী আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এম এ মালেক।
ফাইনাল খেলায় বাংড়া ইউনিয়ন দল ও গোপালপুর দল মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে গোপালপুর দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
পরে আয়োজকের প্রধান পৃষ্ঠপোষক মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল বিজয়ী দলের হাতে ১ লক্ষ টাকা ও রানার্সআপ দলের হাতে ৫০ হাজার টাকার পুরস্কারসহ দুটি ট্রফি তুলে দেন।