আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সময়ের সাথেই অধিনায়কের সেই সিদ্ধান্ত ভুল ছিল— এমনটাই হয়ত ভেবে থাকতে পারেন ভক্তরা। দুই অঙ্কের রানের দেখাই পাচ্ছিলেন না ব্যাটাররা। আসা-যাওয়ার হিড়িকে এক পর্যায়ে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। ইনিংসের ২৯তম ওভারের প্রথম বলে একটি সিঙ্গেল নিয়ে দলীয় শতক পূর্ণ করেন তিনি।
এর আগে সৌম্য-শান্ত-মুশফিকের শূন্য রানের ফেরার পাশাপাশি অন্য ব্যাটারদের ব্যর্থতায় বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই দলকে টেনে তোলার চেষ্টায় ব্যস্ত এই দুই ব্যাটার।
প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। তাওহিদ ও জাকের অপরাজিত রয়েছেন যথাক্রমে ৩৬ ও ৪০ রানে।
/এমএইচআর