টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) বিকালে নারান্দিয়া ছাত্র জনতার আয়োজনে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
অনুষ্ঠানে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক,সহ সভাপতি মজনু মিয়া, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শাজাহান,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আরাফত রহমান কোকোর স্মৃতিকে আমরা ধরে রাখতে প্রতি বছর এই ধরনের খেলা পরিচালনা করবো। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অনেক অবদান রয়েছে।
আয়োজক কমিটি বলেন,আমরা প্রতি বছর এই ধরনের খেলা আয়োজন করবো।
সাধারণ দর্শনার্থীরা বলেন,আমরা প্রতি বছর এই ধ:রণের খেলা উপভোগ করতে চাই।
খেলায় অংশগ্রহণ করে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ ফুটবল একাদশ।