খবরযোগ ডেস্ক: ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখল বাংলাদেশ। রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ৫৯ রানের জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।
যদিও আগে ব্যাট করে ১৯৮ রানে আটকে গিয়েছিল বাংলাদেশ। তবে দারুণ বোলিংয়ে ভারতকে ১৩৯ রানের বেশি করতে দেয়নি আজিজুল হাকিমের দল। ৩৫.২ ওভারেই গুটিয়ে দিয়েছে তাদের।
গত বছর একই ভেন্যুতে অনুষ্ঠিত আসরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।