খবরযোগ ডেস্ক :
আইপিএলের প্লেয়ার রিটেনশনের (খেলোয়াড় ধরে রাখা) নির্ধারিত সময়সীমা হয়েছে শেষ। নতুন নিয়ম অনুযায়ী, আগের আসরের ৬ জন ক্রিকেটারকে এবারের আসরে যেকোনো দল ধরে রাখতে পারবে। গত আসরে দারুণ পারফর্ম করা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছিল আইপিএলের খেলোয়াড় ধরে রাখার শেষ দিন। চেন্নাই পাঁচজনকে খেলোয়াড়কে রেখে দিলেও কাটার মাস্টারকে রাখেনি। তার সঙ্গে ডেভন কনওয়ে, শার্দুল ঠাকুরকেও ফ্র্যাঞ্চাইজিটি তালিকায় রাখেনি।
গত আসরের আগে নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল চেন্নাই। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে সেবার ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ওই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।