টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে বেড়াবুচনা পানির ট্যাংক এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহেল ওয়াছেদ শাহজাহান, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও মালেক সরকার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসার মুফতি রুহুল আমিন রাজি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।










