টাঙ্গাইল প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের মতো টাঙ্গাইলেও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্বৃতি পৌর উদ্যান থেকে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পূণরায় উদ্যানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন,যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, সদস্য আসিফ খান মুন্না সহ ছাত্রদলের জেলার নেতাকর্মীরা।
এসময় তারা জামায়াত ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।