টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।
শনিবার ভোরে টাঙ্গাইল শহরের মেইনরোড অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের অফিসের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরালের সামনে তারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে।
স্থানীয় কয়েকজন জানায়,ভোর সকালে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোকজন একটি ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়, পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এদিক সেদিক চলে যায়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের আহবায়ক ওয়ারেছুল হক তানজীল সহ শহর ও সদর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।