খবরযোগ ডেস্ক: নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে লাল কার্ড দেখিয়েছেন শাখা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় পদবঞ্চিতরা দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।
এ সময় শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল আরেফিন রিয়াদ বলেন, দলের দুঃসময়ে প্রতিটি প্রোগ্রাম করেছি। মামলা-হামলার ভয় করিনি, নিজের ক্যারিয়ার এবং পরিবারের কথা চিন্তা করিনি। আর এখন ছাত্রলীগ, নবাগত ,ব্যবসায়ী, চাকুরিজীবীদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে আমাকে বাদ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিদ্রোহীদের আন্দোলনের মুখে এখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করতে পারেনি। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ত্যাগী, নির্যাতিত এবং যোগ্যদের যোগ্য জায়গায় পদায়ন করে দ্রুত সময়ের মধ্যে এ অবস্থার অবসানের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহ- সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস বয়মান শুক্কুর, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সম্পাদক মেহেদী হাসান আখনসহ নেতাকর্মীরা।