টাঙ্গাইল প্রতিনিধি : ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও কল্যান সম্পাদক এস এম কামরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন,দেশে যে সমস্ত ছাত্র পরিচয়ে সহিংসতা চালাচ্ছে সেই সমস্ত দলের থেকে ছাত্র আন্দোলন ভিন্ন। আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
জেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া প্রমূখ।