খবরযোগ ডেস্ক: আজ ১ জানুয়ারি। এক ভিন্ন পরিবেশে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত জুলাই-আগস্টে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর নতুন পরিবেশে মুক্ত বাতাসে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দীর্ঘ দেড় দশক সাংগঠনিকভাবে কোণঠাসায় থাকা ছাত্রদল শেখ হাসিনার পতনের পর সারা দেশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। ছাত্রসমাজের গুডবুকে থাকতে নানা তৎপরতা চালাচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দীর্ঘ রক্তস্নাত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ী হিসেবে ছাত্রসমাজসহ দলীয় নেতা-কর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠেনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
নাছির উদ্দিন নাছির বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল গণতন্ত্র উত্তরণের জন্য। ছাত্রদল তরুণদের মাঝে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনার পক্ষে জনমত গঠনে কাজ করছে। আমরা সারা দেশ থেকে তরুণদের ইতিবাচক সাড়া পেয়েছি।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত, দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান এবং বেলা ২টায় আলোচনা সভা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে রাত অবধি আন্তহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা, সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় বর্ণাঢ্য র্যালি।
এ ছাড়া আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্রদলের ৮টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতাসহ সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজের ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা- যেকোনো একটি টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে।
প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সেদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। বিশেষ করে নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নাম ছড়িয়ে পড়ে।