খবরযোগ ডেস্ক: কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন, বিগত ১৬ বছরে শেখ হাসিনা মেগা প্রকল্পের দুর্নীতি ও লুটপাট এবং অপরাধ করেছে, এসব চিত্র যাতে বহির্বিশ্বে প্রচার না হয় সেজন্য শেখ হাসিনা তার সচিবালয়ের দোসরদের দিয়ে নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। শেখ হাসিনা তার দোসরদের দিয়ে সচিবালয়ের দুর্নীতির নথিপত্র পুড়িয়েও অপরাধ থেকে রেহাই পাবে না। দুর্নীতির জন্য শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাশাপাশি তিনি বলেন, শেখ হাসিনার দোসররা পরিকল্পিতভাবে সচিবালয়ের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দাস ও দোসররা এখনো দেশে রয়েছে। তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
নির্বাচন প্রসঙ্গে শাকিল উজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সবার সরকার, কোনো গোষ্ঠীর সরকার নয়। আমরাও চাই কিছু যৌক্তিক সংস্কার হোক। যৌক্তিক সংস্কারের পরই নির্বাচনটা হোক। এত তাড়াহুড়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিগত সময়ে আমাদের নির্যাতন করা হয়েছে। আমরা যখন রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন সচিবালয়ের ভেতর থেকেও বিভিন্ন কর্মকর্তা ও আমলারা শেখ হাসিনার জন্য মিছিল করেছে। যে সব কর্মকর্তা ও আমলারা শেখ হাসিনার পক্ষে বিগত সময়ে সচিবালয়ে থেকে মিছিল বের করেছে তারা এখনো কীভাবে সচিবালয়ে কর্মরত থাকে। এসব শেখ হাসিনার দোসরদের কারণেই সচিবালয়ে অগ্নিসংযোগ হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল আমিন উদয়ের সভাপতিত্বে বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ, সাধারণ সম্পাদক নবাব আলী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, ব্যবসায়ী মাইন উদ্দিন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম সিয়াম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।