খবরযোগ ইসলাম: আল্লাহতায়ালা মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। ইবাদতের নিয়মকানুন আছে। নিয়মকানুন মেনেই ইবাদত করতে হবে। মনোমতো ইবাদত করার সুযোগ নেই ইসলামে। মনগড়া ইবাদত অকল্যাণ বয়ে আনে। উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। যেকোনো ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। তাঁর খুশির জন্য। ইবাদতে তাঁর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাদের শুধু একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে।’ (সুরা বাইয়িনাহ, আয়াত: ৫)
মানুষের মনে কী আছে আল্লাহতায়ালা তা জানেন। মানুষ কার জন্য ইবাদত করছে, কোন নিয়তে করছে; সে খবরও আল্লাহ রাখেন। নিয়ত অনুযায়ী মানুষ প্রতিদান পাবে। আল্লাহর জন্য হলে মানুষ সওয়াব পাবে। জান্নাতে যেতে পারবে।
নিয়ত নিয়ে হাদিসে চমৎকার একটি ঘটনা আছে। মান ইবনে ইয়াজিদ (রা.) বলেন, ‘আমার বাবা ইয়াজিদ (রা.) একবার কিছু দিনার নিয়ে মসজিদে এক ব্যক্তির কাছে দিয়ে এলেন, যাতে সে তা সদকা করে দেয়। তখন আমি গিয়ে তার থেকে (সদকা হিসেবে) তা নিয়ে বাসায় চলে এলাম। আমার বাবা দেখে বললেন, আল্লাহর কসম! আমি তো তোমাকে দেওয়ার ইচ্ছা করিনি। তখন আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বিষয়টির সমাধান করে দেওয়ার আবেদন করলাম। তিনি বললেন, ইয়াজিদ, তুমি যা নিয়ত করেছ, তার সওয়াব পেয়ে গেছ। আর মান, তুমি যে দিনার নিয়েছ, সেটা তোমারই থেকে যাবে।’ (বুখারি, হাদিস: ১৪২২)
তাই সব কাজে নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে। আমল-ইবাদত ও জীবনের সব কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য।
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম কেওয়া, শ্রীপুর