আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সেইসাথে ঢাবির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি— ডিআরইউ থেকে তাকে হেফাজতে নেয়া হয়।
এদিন ডিআরইউতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে।
এদিকে ‘মঞ্চ ৭১’ আয়োজিত এ অনুষ্ঠানের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে শাহবাগ থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি।
/এএইচএম