রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগের চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা ২৫ মিনিটে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা শাহবাগে অবস্থানের পর সেখান থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি হিসেবে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের আজ বুধবার সকাল দশটায় ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না, অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি বলে জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা অভিযোগ করেন, রংপুরে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
এটাই তাদের প্রথম দাবি উল্লেখ করে আরও জানান, আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।