মুখর ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যাবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঘাটাইলে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী এসএসসি শিক্ষার্থী। চলতি বছরে কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন জাইমা জারনাস তানিশা।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত তার এমন ফলাফলে আনন্দিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। আর মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তানিশার মা মাফুজুন নাহার বিউটি বলেন, আমার মেয়ে তানিশা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তানিশা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়ের এমন ফলাফলে আমরা খুবই আনন্দিত। ছোট বেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। তবে আমার মেয়ে জিপিএ-৫ পাবে আমি কল্পনাও করতে পারিনি। তার শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। মেয়েটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা আছে।
ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা নম্র ও ভদ্র স্বভাবের মেয়ে। তার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম। তার এমন অর্জনে আমরা আনন্দিত।