টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে এক সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক মো. সালমান বলেন, ‘গত ৩১ মার্চ রাত ১১ টার পরে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা গ্রামের আরিফুল, শরিফুল ও রফিকুল সহ সবুজ মিয়া ও অপুর নেতৃত্বে একদল ৬০ থেকে ৭০ জন আমাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এক পর্যায়ে তারা দরজা, জানালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। এবং হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ, আমার মাসহ বাড়ির সবাইকে মারধর করেন।
আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে আমাদের মেরে ফেলার হুমকি দেয় চলে যায়। এই ঘটনার ৪ বছর আগে এই সন্ত্রাসীরা আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করে।
আমি বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা করেছি। কিন্তু এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে তবু গোপালপুর থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মামলা করায় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’