খবরযোগ ডেস্ক: রাজশাহী মহানগররের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
পরে ওইদিন রাতে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল বনলতায় অসামাজিক কাজ চলছে। এ সংবাদে অভিযান চালিয়ে পাঁচ নারীসহ ৯ জনকে প্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগরে আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।