টাঙ্গাইল প্রতিনিধি : “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সমাজ সেবা দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে টাঙ্গাইল সরকারি শিশু (বালিকা)তে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) আসাদুল ইসলাম এর সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুবুল আলম খাসনবীশ প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আলামিন,মুন্না,জাবেদ,সিয়াম, ফরাশ,মিষ্টি,শেরশাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রধান অতিথি শরিফা হক তার বক্তব্য বলেন, আমাদের দেশ একটি ছোট দেশ তারপরেও এ দেশের প্রধান সমস্যা হচ্ছে ওভার পপুলেশন এবং সেই সাথে দুর্নীতি। যা প্রতি মুহূর্তে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি তার বক্তব্যে আরও বলেন যে শিক্ষা দুর্নীতি থেকে মানুষকে দূরে রাখে না সেই শিক্ষা সমাজের কোনো কাজে লাগেনা। তিনি আরো বলেন প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং তাদের প্রাপ্য অধিকারের সুষ্ঠু বন্টনের প্রতিও গুরুত্বরোপ করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় ছিলেন সেবা কর্মকর্তা ইব্রাহিম এবং শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।