খবরযোগ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ কোটি টাকার সোনাসহ পাঁচজনকে আটক করেছে কাস্টমস সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদে তাদের আটক করা হয়।
জানা যায়, মালয়েশিয়া থেকে আসা পাঁচ যাত্রী অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে সুক্ষ্মভাবে পেঁচিয়ে সোনার এই চালান নিয়ে আসেন।
ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার ফ্লাইটটি ভোর সাড়ে ৩টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল সন্দেহভাজন পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে। এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে পাঁচটি সোনার চাকতি, দুটি সোনার টুকরাে ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার মোট ওজন প্রায় সাত কেজি। যার বর্তমান বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা।
প্রাথমিক পরীক্ষায় সেগুলো স্বর্ণ বলে নিশ্চিত হলে ওই পাঁচ যাত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি অপরাধের মামলা করা হবে।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, সোনার এই চোরাচালানের উৎস বা নেপথ্যে কারা, তা জানতে তদন্ত চলছে।