টাঙ্গাইল প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় গিয়ে দেখা যায় নিহতের বাড়িতে সোহেল রানার মরদেহ পৌছালে কান্নায় ভেঙে পরেন তার পরিবারের সদস্যরা।
নিহত সোহেল রানা ওই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। পরিবারের লোকজন জানিয়েছেন সোহেল রানাকে পরিকল্পিত ভাবে পাহাড়িরা পিটিয়ে হত্যা করেছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় নিহতের বড় ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওম জানায়, তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার চায় সে।
নিহত শিক্ষক সোহেল রানা খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ছিলেন। প্রতিষ্ঠানটি সদরের খেজুরবাগান এলাকায়। এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন। এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন, সে জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছি।