টাঙ্গাইল প্রতিনিধি
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
শনিবার বেলা ২ টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইলের পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। শুরুর আগে শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি এস এম কামরুল ইসলাম, আল আমিন, মনিরুল ইসলাম , আকরাম হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা ভারতের ধর্মগুরুকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। সেইসঙ্গে ভারত সরকারকে এই ঘটনার তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, ভারতীয় ধর্মগুরু রামগিরি মহারাজ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে ক্ষোভ সৃষ্টি হওয়ায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।