বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। ফলে তার পরিকল্পিত বিদেশ যাত্রা কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার সকালেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারির জন্য ১৪ সদস্যের একটি বিশেষজ্ঞ টিমও প্রস্তুত রাখা হয়েছে।
সরকারের অনুরোধের পর কাতার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে—সেটিও নিশ্চিত করেন তিনি। কাতারের আমির খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এতে সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনগামী ফ্লাইট শুক্রবার সকাল ১০টার পর ছাড়তে পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের দুই সদস্য—হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজও সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। সঙ্গে থাকবেন দীর্ঘদিনের পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রূপা শিকদার।










