ফরিদপুর সদর উপজেলায় বাখুন্ডায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫), তার ছেলে ইমান (২৮) এবং একই উপজেলার ভারতী রানী। এছাড়া বাকি চারজনের পরিচয় মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ৫ জন মারা যান ও পরে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান। এছাড়া আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থলেই পাঁচজন মারা যায় এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।