মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানী ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ বছর অন্যান্য বছরের তুলনায় কম লোকসমাগম দেখা গেছে।
ভোরবেলায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করার পর ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করতে শুরু করেন। তবে প্রতিবছরের মতো এবার জাতীয় স্মৃতিসৌধে পর্যাপ্ত দর্শনার্থীদের ভিড় ছিল না।
সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে দেখা যায় খালি জায়গা। যেখানে সাধারণত হাজারো দর্শনার্থী ভিড় জমায়। প্রতিবছর সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের উপস্থিতি বৃদ্ধি পায়, গায়ে গা লেগে চলাচল করতে হয়। কিন্তু এবার সেই দৃশ্য ছিল না।
অনেকেই ধারণা করছেন, ছুটি থাকার কারণে অনেক মানুষ বাড়ি চলে যাওয়ায় লোকসমাগম তুলনামূলকভাবে কম ছিল। তবে দিনের মধ্যেই কিছুটা ভিড় বাড়তে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এ ছাড়া প্রতিবছর ছোট বাচ্চাদের গালে এবং হাতে ট্যাটু দিতে দেখা গেলেও, এবারের স্বাধীনতা দিবসে সেই দৃশ্যও চোখে পড়েনি।