খবরযোগ ডেস্ক: গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর লক্ষ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় গত ডিসেম্বরে দিল্লিকে একটি কূটনৈতিক পত্র দেয় ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়। কিন্তু সেই পত্রের জবাব এখনো দেয়নি ভারত। এ জন্য আরও অপেক্ষা করতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশের পত্রের জবাব না দিলে আবার তাগিদপত্র দেওয়ার কথা, এ প্রশ্নে মুখপাত্র বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বোধ্যতা আছে। এর মধ্যে সবকিছুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি। আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কী হবে বা এর কূটনৈতিক রীতিনীতি কী, এটা আপনাদের ব্যাখ্যার জন্য কূটনীতির ধরাবাঁধা অনেক কিছু থাকে না।’
এদিকে জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভিসাসংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে। কিন্তু ভিসা দেওয়া-না দেওয়া একান্তই সে দেশের বিষয়। আশা করছি, সে দেশের সরকার বিষয়টি বিবেচনা করবে।’