খবরযোগ ডেস্ক: সচিবালয়ে আগুন লাগার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত আট সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়ে এখনো চলছে।
গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, কমিটির সব সদস্য উপস্থিত আছেন। কমিটি তাদের কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত আলোচনা শেষে মন্ত্রণালয়ের আগুনে পোড়া ফ্লোরগুলো পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে কমিটি পুনরায় মন্ত্রণালয়ে সভায় যোগ দিয়েছেন।
এদিকে দুপুর পৌনে ১টার দিকে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের ডিজি সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। বলার মত এখনো কিছু হয়নি।
কি কারণে আগুন লেগেছে, তা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিআইডি, র্যাব, পুলিশের এ সংক্রান্ত বিশেষজ্ঞ দল আগুনে পোড়া জায়গাগুলো পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে।
তাদের সঙ্গে সেনা বাহিনীর বিশেষজ্ঞ দলও রয়েছে বলে অপর একটি সূত্র জানায়, ঘটনা তদন্ত এবং এর কারণ অনুসন্ধানে সরকারের সব বাহিনী থেকেই বিশেষজ্ঞ দল কাজ করছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সচিবালয়ের নিরাপত্তায় সবকটি প্রবেশ মুখ বন্ধ রয়েছে। নিরাপত্তায় সেনা, পুলিশ, আনসার, এপিবিএনসহ সব গোয়েন্দা সংস্থা মোতায়েন রয়েছে।
এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, সচিবালয়ে কোনো গাড়ি টুকতে দেওয়া হচ্ছে না। সরকারের যত ঊচ্চ পর্যায়ের কর্মকর্তাই হোক মূল প্রবেশ পথের বাইরে গাড়ি রেখে সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।