খবরযোগ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুরুষরা চাকরিসহ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে, আর সেখানে আমার মা-বোন এবং মেয়েরাও যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।’
রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরতলির মালিবাগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা জামায়াতে ইসলামী এই পথসভার আয়োজন করে।
শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। প্রত্যেক মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ বেকার থাকবে না।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা নায়েবে আমির জাকির হোসেন মাস্টারসহ অন্যরা।
এদিকে খুলনায় তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বিগত ১৫ বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন।’
রবিবার সকাল ১০টায় খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী প্রভু নয়, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র চাই। কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।’
খানজাহান আলী থানা জামায়াতের সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যরা।
অন্যদিকে ফরিদপুরে তিনি জানান, ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত ১৫ বছরে চরম নির্যাতন-নিপীড়ন সহ্য করে, শত শত নেতা-কর্মীকে হারিয়েও মাটি আঁকড়ে পড়ে ছিলাম। আর আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না বলেই তারা পালিয়ে গেছে।’
রবিবার বেলা ৩টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা নায়েবে আমির ইমতিয়াজ আহমেদসহ অন্যরা।