জ্যেষ্ঠ প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর মাধ্যমে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ম্যাডামকে আমন্ত্রণ করা হয়েছে। বিকেল ৩টায় তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন।
এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। সেটাই ছিল তার সবশেষ জনসম্মুখে যাওয়ার ঘটনা। আর সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।
জানা গেছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হওয়ার পর ২০২০ সালে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে শর্ত ছিল তিনি রাজনীতি করতে পারবেন না এবং বিদেশে যেতে পারবেন না।
সে অনুযায়ী ২০২০ সাল থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি খালেদা জিয়াকে।
তবে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেন। এরপর ৭ আগস্ট নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে রেকর্ডেড বক্তব্য রাখেন খালেদা জিয়া।
২০২০ সাল থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। কিছুদিন পরপর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এখন উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাজ্য হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার কথা রয়েছে।