নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তার কার্যকালের প্রথম ১০০ দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
আসিফ নজরুল বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দু-একদিনের মধ্যেই এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অপরিহার্য সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এবং নির্বাচন কবে হবে-জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয় না। আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।
তিনি বলেন, আমরা শুধু এই জিনিসটা চাই না, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই। আপনারা বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। চার বছরের কোনো কথাই বলা হয়নি।