ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দাবি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। সোমবার (১২আগস্ট) জারি করা প্রথম প্রজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর আরেকটি প্রজ্ঞাপন জারি করে তা বাতিল করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর রহমান স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনের শিরোনামে বলা হয়, গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে কোটা-বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে।
এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এর নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয় সুপ্রীম কোর্ট মেডিয়েশন সেন্টারে গত ১৬ হতে ২১ জুলাই পর্যন্ত কোটা-বিরোধী আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা তদন্ত এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতষ্ঠিানসমূহের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থা/ প্রতিষ্ঠানে সংগটিত ক্ষয়ক্ষতির পরিমান ও মূলা সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্ত কমিশনের কাছে প্রেরণের অনুরোধ করা হয়েছে।
এই প্রজ্ঞাপন জারি করার কিছুক্ষণ পর আবারও একই কর্মকর্তা স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগের প্রজ্ঞাপনে শিরোনামটি ভুলক্রমে হয়েছে দাবি করে তা বাতিল হয়েছে বলে জানানো হয়।