১০ কোটি ডলার ঘুষ নেয়ার অভিযোগে এক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউক্রেন।
সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তদন্ত কার্যক্রম শুরুর ঘোষণা দেয় দেশটির স্বাধীন দুর্নীতি দমন সংস্থা- এনএবিইউ। সামনে আসে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনারগোঅ্যাটমের নাম।
অভিযোগ ওঠে, এই প্রতিষ্ঠানটি ঘিরেই গড়ে উঠেছে দুর্ধর্ষ এক ঘুষচক্র। এর নেতৃত্ব দিতেন এক ব্যবসায়ী। তিনি ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সাবেক উপদেষ্টা, এনারগোঅ্যাটমের নিরাপত্তা প্রধান ও আরও চারজন কর্মচারীর সাথে মিলে এই ঘুষচক্র গড়ে তোলেন। এনারগোঅ্যাটমের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের ঘুষ দিতে বাধ্য করতেন তারা। অতিরিক্ত অর্থ না দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের হুমকি দিতেন।
উল্লেখ্য, ইউক্রেনের বিদ্যুৎ চাহিদার অর্ধেকেরও বেশি সরবরাহ করে এই এনারগোঅ্যাটম।
/এএইচএম










