সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদায় প্রদেশে ড্রুজ ও বেদুইন গোষ্ঠীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এবং ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন দেশ।
সুয়েইদায় গত কয়েকদিনে ড্রুজ ও বেদুইন গোষ্ঠীদের মধ্যে সংঘাতে কয়েকশত নিহত-আহত হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে ইসরায়েলি বিমান হামলা সংঘাতকে আরও তীব্র করে তোলে। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সম্ভাব্য হামলা রোধে একটি আলাদা চুক্তিও হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ‘সিরিয়ার কর্তৃপক্ষের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা’ এবং সুয়েইদায় বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার তদন্তের দাবি জানিয়েছে।
জাপান ইসরায়েলি হামলাসহ সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।
/এআই