ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে সরব হওয়ায় যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ তাকে ‘মাফিয়ার ভয় দেখানোর কৌশল’ মনে করিয়ে দিয়েছে।
আলবানিজ বলেন, নিষেধাজ্ঞা তখনই কাজ করে, যখন মানুষ ভয় পায় এবং চুপ করে যায়। কিন্তু আমি সেটা করবো না। আমি ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলতে থাকবো।
শুক্রবার (১১ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সরব হওয়ায় গতকাল যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। আলবানিজ এটিকে ‘অশোভন, অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেন।
তিনি আরো বলেন, আমার ওপর নিষেধাজ্ঞার প্রকৃত কারণ হচ্ছে- আমি ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সত্যটা প্রকাশ করেছি।
এই পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘও। মহাসচিবের মুখপাত্র একে ‘বিপজ্জনক নজির’ বলে আখ্যা দিয়েছেন এবং জাতিসংঘ বিশেষজ্ঞদের স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।
আলবানিজের ভাষায়, আমার কাজ সত্য বলা, সেটা যত অস্বস্তিকরই হোক। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সেই সত্য ধামাচাপা দিতে পারবে না।
গাজায় গত ২১ মাসে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আলবানিজ জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে সেই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে আসছেন।
সূত্র: আল-জাজিরা