ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে ফিলিস্তিন ইস্যুতে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটিরই ১০৭ জন কর্মী। তাদের সঙ্গে একমত হয়ে আরও ৩০০ সাংবাদিক ও শিল্পী অভিযোগ করেছেন, বিবিসি ‘ইসরায়েলের পক্ষে প্রচার’ চালাচ্ছে এবং ‘ফিলিস্তিনবিরোধী বর্ণবাদে’ জড়িয়ে পড়েছে।
বুধবার (২ জুলাই) যুক্তরাজ্যের ডেডলাইন ম্যাগাজিনে প্রকাশিত একটি খোলা চিঠিতে এই অভিযোগ তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে প্রতিবেদন প্রকাশে বিবিসি ‘সেন্সরশিপ’ করছে এবং ইসরায়েলি সরকারের হয়ে কার্যত জনসংযোগ চালাচ্ছে। একটি উদাহরণ হিসেবে বলা হয়, বিবিসি সম্প্রতি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ নামের একটি তথ্যচিত্র সম্প্রচার থেকে সরে আসে, যা অভিযোগকারীদের মতে রাজনৈতিক কারণে করা হয়েছে।
বিবিসির কর্মীরা আরও দাবি করেন, গাজা ও পশ্চিম তীরে যা ঘটছে, তা বিবিসির প্রতিবেদনে সঠিকভাবে উঠে আসছে না। ব্রিটিশ সরকারের ভূমিকা, অস্ত্র বিক্রির প্রভাব কিংবা যুদ্ধের আইনগত দিক নিয়েও কোনো গভীর বিশ্লেষণ করছে না বিবিসি।
চিঠিতে বলা হয়, ‘২০২৩ সালের অক্টোবর থেকে বিবিসির কাভারেজে স্পষ্টভাবে পক্ষপাত দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই বাস্তব চিত্র থেকে ভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে।’
প্রতিবাদপত্রে স্বাক্ষরকারী বিবিসির কর্মীরা তাদের নাম প্রকাশ না করলেও সমর্থন জানিয়েছেন খ্যাতিমান অভিনেতা খালিদ আবদুল্লাহ, মিরিয়াম মারগোলিয়েসসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও শিল্পী।