ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার সকালে গঙ্গনানি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরকাশির বিপর্যয় ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং পিটিআইকে জানান, দুর্ঘটনার পর একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়। আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআএফ) এবং জরুরি সেবাদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গাড়োয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানান, আহতদের চিকিৎসা এবং উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের সর্বোচ্চ সহায়তা প্রদানের নির্দেশ দেন।
তিনি বলেন, আমি প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছি।
এদিকে এখনো পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ স্পষ্টভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করার ইঙ্গিত দিয়েছে রাজ্য প্রশাসন।