ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৮ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার রাশিয়ার ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত এক টেলিগ্রামে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সমবেদনা জানান।
টেলিগ্রামে পুতিন লিখেছেন, শহিদ রাজয়ি বন্দরের ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
তিনি আরো উল্লেখ করেন, রাশিয়া এই দুর্যোগে ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছে, কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। নাশকতার কোনো প্রমাণ মেলেনি বলেও জানানো হয়েছে।
ইরানের ওপর পশ্চিমা অবরোধের মধ্যেও রাশিয়া বরাবরই তেহরানের পাশে থেকেছে। আর এই সমবেদনার ভাষাও তাই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।