মালয়েশিয়ায় নেগারি সেম্বিলান রাজ্যে একসঙ্গে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন বাংলাদেশিসহ মোট তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে রাজ্যের রেমবাউ জেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ আলী (৪৪), লরি চালক মো. এসা দাহারিন (৭৩) এবং শিক্ষার্থী টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১)। এছাড়াও এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বুধবার ভোরে একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা লাগে। এতে লরিটি বাম পাশে ছিটকে পড়লে প্রথমে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা আরও দুইটি গাড়ির মধ্যেও সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে রেম্বাউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, মরদেহগুলো ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন একটি মামলাও দায়ের করা হবে। রেমবাউ জেলার পুলিশ প্রধান শাইক আবদ কাদের শাইক মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।