খবরযোগ ডেস্ক: সৌদি আরবে বন্যায় মক্কা ও মদিনাসহ বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রবল বৃষ্টি হচ্ছে অঞ্চলগুলোতে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে দুর্যোগের সতর্কতা জারির পর বুধবার (৮ জানুয়ারি) বন্যার কবলে পড়ে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর।
রাজধানী রিয়াদ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাহান প্রদেশে মধ্যম-তীব্র সতর্কতা দেখানো হয়। তবুও এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির উদ্ধারকর্তৃপক্ষ ও ত্রাণ সংস্থা রেড ক্রিসেন্ট সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু অ্যাজেন্সি।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা বলছে, পর্যাপ্ত উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স সেবা থাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তবে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থেকে ব্যক্তিগতভাবে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দিয়েছে রিয়াদ প্রশাসন।
উপত্যকা, নিচু জমি ও বৃষ্টির পানি জমা হতে পারে এমন জায়গা ত্যাগ করার পরামর্শও দেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বন্যাকবলিত অঞ্চলে পানির ধাক্কায় গাড়ি ভেসে যাচ্ছে। কয়েক জায়গায় ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে ভবন ধসের ঘটনাও ঘটেছে।
সূত্র: আনাদুলু অ্যাজেন্সি










