খবরযোগ ডেস্ক: সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সামরিক প্রধান জেনারেল মারহাফ আবু কাসরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রশাসন এই ঘোষণা দেয়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ‘সিরিয়ার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মারহাফ আবু কাসরারকে নিয়োগ দিয়েছে জেনারেল কমান্ড।’
প্যারিসের বার্তা সংস্থা এএফপি জানায়, ৪১ বছর বয়সী মারহাফ এক সময় কৃষি অর্থনীতিবিদ ছিলেন এবং পাঁচ বছর ধরে এইচটিএসের সামরিক শাখার নেতৃত্ব দিয়েছেন।
তিনি গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই অভিযানটি সিরিয়ার উত্তর থেকে শুরু হয়ে রাজধানী দামেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বর্তমানে সিরিয়ার কার্যত নেতা এবং এইচটিএসের প্রধান আহমেদ আল-শারা (যিনি আবু মোহাম্মদ আল-জোলানি) গত রবিবার মারহাফকে জেনারেল পদে উন্নীত করেছেন।
এ ছাড়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-বাশিরের নিয়োগও চূড়ান্ত হয়েছে। যিনি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন।
মারহাফ এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এইচটিএস তার সশস্ত্র শাখাকে বিলুপ্ত করে জাতীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করবে। তিনি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় কর্তৃত্ব বাড়ানোর পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকারে মারহাফ সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলা এবং অনুপ্রবেশ রোধে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সূত্র: এএফপি