বিনোদন ডেস্ক: ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ছিল ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন এলিনা শাম্মী। এর পর চলতি বছর অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় অভিনয় করেন তিনি।
এবার জানা গেল, ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হচ্ছে এলিনা শাম্মীর অভিনীত সিনেমা। আগামী ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। এই সিনেমার গল্প গড়ে উঠেছে রানু নামের এক মেয়ের সুখ-দুঃখ ভালোলাগা-মন্দলাগা নিয়ে। রানুর সংগ্রামী জীবনের গল্প নিয়েই এগিয়ে যায় ‘মধ্যবিত্ত’র গল্প।
এ সম্পর্কে এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে ইংরেজি নতুন বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা আমার অভিনীত। নিঃসন্দেহে এটা আমার অনেক ভালো লাগার বিষয়। কারণ বছরের প্রথম সিনেমা আমার অভিনীত সিনেমা। মধ্যবিত্ত সিনেমাটির গল্প মূলত আমার চরিত্রকে (রানু) ঘিরেই। আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। পরিচালকও অনেক কষ্ট করেছেন। সবাই মিলে আসলে মধ্যবিত্তকে দর্শকের মনের মতো, ভালো লাগার মতো একটি সিনেমা করার চেষ্টা করেছি। আমি আশাবাদী মধ্যবিত্ত নিয়ে। কারণ এই সিনেমা আমাদের যাপিত জীবনেরই গল্প। যে কারণে হলে গিয়ে সিনেমাটি সবার উপভোগ করা উচিত।’
এদিকে এলিনা শাম্মী ইতোমধ্যে শেষ করেছেন অপূর্ব রানার ‘জলরং’, সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ সিনেমার কাজ। এই তিনটি সিনেমাতেই শাম্মী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলামন্থন’ সিনেমাতেও কাজ করছেন তিনি। ২০২৫-এর শুরুতে এই সিনেমার কাজ শুরু হবে বলেও জানালেন তিনি।