বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্না। গত ১ ডিসেম্বর হায়দরাবাদে নিজের ফ্ল্যাট থেকে এই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির ওই ফ্ল্যাটে থাকতেন শোবিতা শিবন্না। সেখানে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।
এই অভিনেত্রীর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তাই মামলা হয়েছে। স্থানীয় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
অভিনেত্রী শোবিতা কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, জ্যাকপট এবং বন্দনা। এ ছাড়া তিনি গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, কৃষ্ণা রুক্মিণীর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয়ে নিয়মিত ছিলেন এই তারকা। তার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় শোবিজ অঙ্গনে।