সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটির দিনসহ টানা ৯ দিন আমদানি ও রফাতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে বন্দর দিকে আন্তঃবাণিজ্য বন্ধ রয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্দরটি বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভারতের ফুলবাড়ির আমদানি, রফতানিকারক, ট্রাক মালিক ও সি.অ্যান্ড. এফ এজন্টরা ৮ দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
/আরএইচ