টাঙ্গাইল প্রতিনিধি :
যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইল বাজারে রূপালী ব্যাংক পিএলসির শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্হাপক ও বিভাগীয় প্রধান ইকবাল হোসেন খাঁ।
অনুষ্ঠানে পাথরাইল শাখার ব্যবস্হাপক মো:ফরমান আলীর সভাপতিত্বে উপস্হিত ছিলেন টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার কামাল হোসেন এবং কর্পোরেট শাখার সহকারী মহা ব্যবস্হাপক মুহাম্মদ গোলাম মোস্তফা সহ ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ব্রাঞ্চের ব্যবস্হাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতকে শক্তিশালী করার জন্য টাঙ্গাইলের পাথরাইলে নতুন ভবন নিয়ে নতুন উদ্যামে শুরু করা হলো রুপালী ব্যাংকের কার্যক্রম। আমরা আশা করি এই পাথরাইলের মানুষ রুপালী ব্যাংকের সকল সুযোগ সুবিধা পাবেন।