টাঙ্গাইল প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক টাংগাইল সদর -(৫) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতিলা দাখিল মাদ্রাসার শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা শিক্ষকদের হাতে ছাতা তুলে দেন।
সদর উপজেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই উপহার দেয়া হবে বলে জানান।










