ষ্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীতে জুলাইযোদ্ধাদের তালিকায় আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম থাকায় প্রতিবাদ করায় এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জুলাইযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নরসিংদী সরকারি কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এমন ন্যক্কারজনক ঘটনাকে প্রশাসনের গাফিলতি বলেও উল্লেখ করেন তারা। সেই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।
জানা গেছে, জুলাইযোদ্ধাদের তালিকায় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের মেয়ের নাম থাকায় প্রতিবাদ করেন এক কিশোর। গত ৮ মে তাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।