টাঙ্গাইল প্রতিনিধি
টাংগাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকার প্রভাবশালী ও ভূমিদস্যু স্বপনের নের্তৃত্বে বীর মুক্তিযোদ্ধা হালিম খানের পুত্র শাহিদ খান ও তার পরিবারকে বার বার হুমকি ধামকি দিয়ে যাচ্ছিলো। শাহিদ খানের কাছে স্বপন মোটা অংকের টাকা চাঁদা দাবী করায় সেই টাকা শাহিদ খান না দেওয়ার কারণে তার পুরো পরিবারকে প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
গত মাসের ১৫ তারিখে বিশ্বাস বেতকা এলাকার কিলার স্বপনের আপন ভাই মনির হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন কে দিয়ে মামলা করায় স্বপন। এরপর সেই মামলায় আসামী করা হয় বিশ্বাস বেতকা এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খানের ছেলে শাহিদ খানকে সহ তার পুরো পরিবারের সদস্যদের। এছাড়াও স্বপনের নের্তৃত্বে আব্দুল হালিম খানের বাসায় হামলা চালায় কিলার স্বপন বাহিনী।এলাকার সাধারণ মানুষ এগিয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার সময় সামান্য আহত হয়,এর জেরেই মামলা। এরপর হামলার পরে আশেপাশের মানুষ এগিয়ে আসলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এছাড়াও বেতকা এলাকার অনেক অসহায় মানুষের ভূমি দখল করে নিয়েছে এই স্বপন বাহিনী ভিডিও সহ প্রমাণ আছে । কিলার স্বপন একাধিক হত্যা ও অস্ত্র চাঁদাবাজি মামলার আসামি তবু এখনো ধরা ছোয়ার বাহিরে রয়েছে। বেতকা এলাকার মানুষের দাবী আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ভূমিদস্যুকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।