টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধুপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে প্রায় ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সমাজের নিম্নবিত্ত ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল ও রমযান মাস ব্যাপী এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রত্যেকটি উপহার প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, তেল এবং ডাল। সংগঠনের সদস্যরা মধুপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন।
স্থানীয়রা বলেন,এই উদ্যোগে মধুপুরের বিভিন্ন এলাকার যুবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে প্রশংসনীয়। আগামীতে এধরনের কাজে সকলের সহযোগিতা কাম্য সকলের।
মধুপুর সেচ্ছাসেবী ছাত্র সমাজ বলেন,যে সকল ব্যক্তি ও সংগঠন এই কার্যক্রম সফল করতে আর্থিক ও শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি মধুপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। সকলের ঐকান্তিক সহযোগিতাই এই উদ্যোগকে সফল করে তুলেছে।অামাদের ভবিষ্যৎ পরিকল্লনা হলো
মধুপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। সকলকে এই সংগঠনের সঙ্গে থেকে সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। ছাত্র সমাজ এগিয়ে এলে সমাজের পরিবর্তন নিশ্চিত হবে, এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারিত করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সকলের সহযোগিতা কামনা করছি।