টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। উত্তরের পথে ঈদে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ২৪ ঘন্টাব্যাপী মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি মঙ্গলবার বিকালে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচক্কর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মহাসড়কে তিনি ঘুরে ঘুরে টহল দেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহাম্মেদ।